শ্রদ্ধা অর্জুনের ‘হাফ গার্লফ্রেন্ড’

6:47 PMUnknown


আসছে অর্জুন ও শ্রদ্ধা কাপুরের রোমন্টিক কমেডি ‘হাফ গার্লফ্রেন্ড’। দেখুন তার পোস্টার।

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাফ গার্লফ্রেন্ড’ সিনেমাকে এক বিহারী যুবকের চরিত্রে দেখা যাবে অর্জুন কাপুরকে। যে কিনা দিল্লির এক ধনী পরিবারের মেয়ের প্রেমে পড়ে। এ সিনেমার মাধ্যমেই প্রথম জুটিবদ্ধ হলেন এই দুই তরুণ অভিনেতা-অভিনেত্রী।

সিনেমার গল্পের মতোই পোস্টারেও রয়েছে তাদের মিষ্টি প্রেমের আবেশ। শ্রদ্ধা ‍ও অর্জুনের সুন্দর পর্দা রসায়ন এরইমধ্যে পরিণত হয়েছে বলিউডের আলোচিত বিষয়। এ পোস্টারে আবারও মিলবে সে প্রমাণ। বৃষ্টির মধ্যে হাত ধরে দাঁড়িয়ে অর্জুন-শ্রদ্ধার এ রোমান্টিক দৃশ্যই বলে দিচ্ছে চেতন ভগতের উপন্যাসের মতোই জমজমাট এক প্রেমকাহিনি উপভোগ করতে যাচ্ছে দর্শক!


আইএনএস’কে দেওয়া এক সাক্ষাতকারে অর্জুন বলেন, “ ‘হাফ গার্লফেন্ড’ কোনো অসাড় প্রেমকাহিনি নয়। অন্যান্য রোমান্টিক কমেডি’র চেয়ে এটি আলাদা। এতে এক ভিন্ন ধরণের রোমান্টিক আমেজ আছে যা অন্যান্য রোমান্টিক কমেডি’র চেয়ে একে আলাদা করেছে।”

মোহিত সুরি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে ১৯ মে।


‘হাফ গার্ল ফ্রেন্ড’ ছবির প্রচারের জন্য নির্মাতা মোহিত সুরি এক ভালো পথ খুঁজে বের করেছেন। প্রতি সপ্তাহেই তিনি দর্শকদের জন্য কিছু না কিছু চমক নিয়ে আসছেন। এবার ছবির গান নিয়ে অবাক হওয়ার মতো এক তথ্য জানিয়েছেন তিনি। এই ছবির গান তৈরি করতে নাকি পুরো এক বছর লাগিয়ে দিয়েছেন নির্মাতা মোহিত সুরি ও এই ছবির সংগীত পরিচালক ঋষি রিচ।

মোহিত সুরি বরাবরই তাঁর ছবির গানগুলোতে বিশেষ মনোযোগ দেন। এবারও এর ব্যতিক্রম করেননি। তবে, খুব সম্ভবত এবারই প্রথম কোনো ছবির গান তৈরির জন্য পুরো এক বছর সময় ব্যয় করলেন।
‘হাফ গার্লফ্রেন্ড’ চেতন ভগতের একই নামের উপন্যাস থেকে বানানো হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর। বলিউড বাবল।

You Might Also Like

0 comments

Popular Posts

Flickr Images

Contact Form