নিজের গোপন প্রজেক্ট প্রকাশ করলেন পুনম পাণ্ডে (Poonam Pandey’s Special Christmas Gift Coming Soon)

9:55 PMUnknown

বেশ কিছুদিন ধরে ভক্তদের ধোঁয়াশায় রেখেছিলেন পুনম পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় নিজের অর্ধনগ্ন একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, “খুব শীঘ্রই সামনে আসতে চলেছে আমার গোপন প্রজেক্ট।” কিন্তু কী সেই গোপন প্রজেক্ট? তার কোনও ইঙ্গিত দেননি।

যদিও ভক্তরা নানা কিছু আন্দাজ করতে শুরু করে দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন, হয়তো ফের বলিউডে কোনও ছবিতে নতুন কোনও ভূমিকায় ধরা দেবেন তিনি। আবার অনেকে ভেবেছেন, সোশ্যাল মিডিয়াতেই নিশ্চয়ই ফ্যানদের জন্য কোনও সারপ্রাইজ ভিডিও অপেক্ষা করে রয়েছে। কারণ বড়দিন হোক বা হোলি, নতুন নতুন ভিডিও পোস্ট করে অনুগামীদের মনোরঞ্জন করতেই থাকেন তিনি।

You Might Also Like

0 comments

Popular Posts

Flickr Images

Contact Form